স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে-শহরের মোহনপুর এলাকার আমিন আলীর ছেলে বাবুল মিয়া (৩০) ও শায়েস্তানগর এলাকার আক্রাম আলীর ছেলে সফিক মিয়া (৩০)। গতকাল দুপুর ১টার দিকে এরা গাঁজা নিয়ে শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।