স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সৃষ্ট ঘটনাটি সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক সহ এলাকার মুরুব্বীদের মধ্যস্থতায় শালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিয়ালদাড়িয়া ও পাঁচপাড়িয়া গ্রামের ছাত্রীদেরকে স্কুলে আসা-যাওয়ার পথে পূর্ব পইল গ্রামের কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় সোমবার সকালে পাচপাড়িয়া গ্রামের তুরাব আলী ছেলে মারুফ (১৪)কে মারপিট করে বখাটেরা। একই দিন বিকালে শিয়ালদাড়িয়া গ্রামের আয়াত আলী (৩৫)কেও তারা মারপিট করে। গতকাল মঙ্গলবার সকালের দিকে শিয়ালদাড়িয়া গ্রামের জনৈক যুবক বাড়ি থেকে হবিগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে পইল গ্রামের পার্শ্ববর্তী বড়পুতা নামক স্থানে পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পইল গ্রামের ওই বখাটেরা যুবকটির উপর হামলা চালায়। যুবকটি আত্মরক্ষার্থে দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। এর জের ধরে দুপুরের দিকে শিয়ালদাড়িয়া ও পূর্ব পইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাঁচপাড়িয়া গ্রামের লোকজন শিয়ালদাড়িয়ার পক্ষে সংঘর্ষে যোগ দেয়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে শিয়ালদাড়িয়া গ্রামের শাহিদ মিয়া (২০), পূর্ব পইল গ্রামের সালাম মিয়া (৩০) ও দুলন মিয়া (২০)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে মোছাব্বির হোসেন (৩৫), সজল মিয়া (২৪) ও কিসমত আলী (৪০), রজব আলী (৫৭), পাচপাড়িয়া গ্রামের মাসুক মিয়া (২৭), নজরুল মিয়া (২৫), ছালেক মিয়া (৩০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পইল গ্রামের বাসিন্দা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশসহ স্থানীয় মুরুব্বীগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে বড় ধরণের সংঘর্ষের আশংকা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। বিষয়টি সালিস নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।