নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউপির ৯ ও ৮ নং ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠন করেছেন ইউনিয়ন বিএনপি ও ১৮ দলীয় জোট। গতকাল বুধবার বিকালে ৯নং ওয়ার্ডের বাশডর দেবপাড়া গ্রামে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে এ উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেম্বার রাজা মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি কাউন্সিলর এটিএম সালাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি বিএনপির সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক একে আজাদ লেবু, যুবনেতা মোফাজ্জুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমত আলী, সেলিম আহমদ, ডাঃ মঈনুল হক, কাওছার আলম প্রমূখ। পরে বাশডর দেবপাড়ায় ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়।
অপর দিকে রাত সাড়ে ৮ টার দিকে একই ইউপির চানপুর গ্রামে ৮ নং ওয়ার্ডের সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বী মকবুল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল সভাপতি এটিএম সালাম, কাউছার আহমদ, সাদিকুর রহমান শিশু, আল হেলাল, সফিক মিয়া, মোফাজ্জল হোসেনসহ স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ১০১ সদস্য বিশিষ্ট ৮নং ওর্য়াডের সংগ্রাম কমিটি গঠন করা হয়।