বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মানব পাচারকারীদের কবলে পড়া বানিয়াচংয়ের ৩১ জনের হদিস মিলেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৪২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ মানব পাচারকারীদের কবলে পড়ে বানিয়াচংয়ের অসংখ্য যুবক নিখোঁজ রয়েছে। কেউ কেউ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন জেলে এবং বর্ডার এলাকায় আটক থাকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ৩১জনের একটি তালিকা বানিয়াচং থানায় প্রেরণ করা হয়েছে। এই ৩১ জনের তথ্য যাচাই বাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে কোন দেশে আটক রয়েছে এমন পৃথক তথ্য পাওয়া যায়নি বলে সরজমিনে যাচাইকারী এএসআই সামছুল হুদা জানান। যে ৩১ জন আটক রয়েছে তারা হলেন-বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামের মোঃ ইব্রাহিম পিতা আলী হোসেন, জাতুকর্ণপাড়া গ্রামের মোঃ হাফিজ রেজওয়ান পিতা আঃ মতিন, দোয়াখানী গ্রামের মোঃ লিটন মিয়া পিতা মোঃ তাহের আলী, হিয়ালা গ্রামের মোঃ ফজলু পিতা মোঃ নুরুল ইসলাম ও মবিন মিয়া পিতা মুহিন উল্লা, শ্রীমঙ্গলকান্দি গ্রামের মোঃ হানিফ পিতা মৃত সামছু উদ্দিন, সাইদুর পিতা: আঃ খালেক, ময়ধর আলী পিতা: মোঃ আলী হায়দার ও মোঃ মুসা পিতা মৃত মোঃ খুশিদ মিয়া, শেখের মহল্লা (মহরীপাড়া)র সোহাগ আলী পিতা সানোয়ার মিয়া, রাজপাড়া খাগাউড়া গ্রামের তাজুল পিতা জামাল খান, বড়কান্দি গ্রামের মোঃ তৌফিক মিয়া পিতা সরাজ মিয়া, মুন্সীর হাটি (বড়কান্দি) মোঃ একরাম পিতা ওয়াহাব মিয়া, বড়কান্দি গ্রামের আঃ ছালাম পিতা কনু মিয়া, মুন্সীর হাটি গ্রামের মোঃ মামুন খান পিতা: অলি রহমান, আমিরখানী গ্রামের জুলহাস পিতা সাইফুল মিয়া, শরীফখানী গ্রামের সুমন পিতা আঃ মালেক, দক্ষিণ সাঙ্গর মোঃ জাবেদ মিয়া পিতা শফিকুল ইসলাম ও হোসাইন আহমেদ পিতা নাজির মিয়া, পূর্ব রাজগাওঁ গ্রামের শিপন মিয়া পিতা হেকিম মিয়া, প্রথমরেখ গ্রামের সাইফুল ইসলাম (জুসেদ) পিতা রশিদ আহমদ, রাজপাড়া গ্রামের শরিফ খাঁন পিতা: সাহেব খাঁন, আমির খানী গ্রামের মোজাম্মেল পিতা ইউসুফ মিয়া ও সুমন মিয়া পিতা: ছমির মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের ইকবাল খাঁন পিতা: সহিদ, রাজপাড়া গ্রামের আঃ হালিম পিতা: মৃত আঃ মুকতাদির, মকা গ্রামের জারফান পিতা: আঃ করিম ও ইনজব পিতা: ইসকান্দর, বলাকীপুর গ্রামের মসুজ আলী পিতা: শের আলী ও জমির পিতা: আঃ কাদের।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, আটক ছেলে মেয়েদের দেশে আনতে গিয়ে কেউ যাতে পুনরায় প্রতারকদের খপ্পরে না পড়ে সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া উচিত অথবা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো যেতে পারে। তিনি পাচারকারী দালালদের খোজে বের করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, জেলা কালেক্টরেট ভবনে আটকদের উদ্ধারে সহায়তা দেওয়ার জন্য জররুীভাবে অফিস খোলা হয়েছে। আটকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলে জরুরীভাবে উদ্ধারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com