স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মাদকাশক্তি প্রতিরোধে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ডাকঘর এলাকাস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ দেওয়ান মিয়া, মশিউর রহমান শামীম, মিজানুর রহমান মিজান, ফখরুল আলম বাবুল, কায়সার আহমেদ, নাসির উদ্দিন জনি, সোহেল রানা, অজয় বিক্রম দাস শিবু, জয়নাল আবেদীন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুর রহমান বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, আব্দুল হান্নান, পিন্টু দাশ, নূরুল আমিন শামছু, মোঃ ইউনূছ মিয়া, আব্দুল মান্নান, শিশির চন্দ্র বণিক, অমিয় রায়, নাসির উদ্দিন, আব্দুল আহাদ ফুল মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক তুহিনুজ্জামান, মীর জমীল্লন্নবী ফয়সল, মোঃ আলমগীর, সজলু, মাহবুব, কামাল, জসিম, ফয়সল, আহমেদ জামান খান শুভ, সুমন, হাফিজুল ইসলাম প্রমূখ।