স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রাম থেকে ডাকাতি, চুরি ও প্রতারণা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শিবপাশা গ্রামের আফরোজ মিয়ার ছেলে রুবেল মিয়া ও সোহেল মিয়া এবং একই গ্রামের হাজ উল্লার ছেলে আরজ আলী। রোববার দিবাগত রাতে ওসি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।