স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ গত ১ ডিসেম্বর রাজনৈতিক বাক-বিতন্ডাকে কেন্দ্র করে বানিয়াচং সদরের নতুন বাজারে যে ভয়াবহ দাঙ্গা হয়ে গেল তাতে প্রায় ৪ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ দাঙ্গায় গোটা বানিয়াচংয়ে আতংক ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৬১টি দোকান ভাংচুর করা হয়। দু’পক্ষের প্রায় দুই শতাধিক লোক আহত হয়। এই ভয়াবহ দাঙ্গা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বানিয়াচংয়ের আলেম সমাজ দ্রুত এগিয়ে আসেন। প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খানের নেতৃত্বে আলেম সমাজের একটি প্রতিনিধি দল ঘটনার পর দিন উভয় পক্ষের সাথে আপোষ মীমাংসার জন্য চেষ্টা শুরু করেন। প্রথমেই তারা দক্ষিণ যাত্রাপাশার নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং ৩ নং ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে অপর পক্ষের সাথেও আলোচনা শুরু করেন। এছাড়া বাজারের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন এবং উভয় পক্ষের আহতদের দেখার জন্য হাসপাতাল ও তাদের বাড়ীতে যান। গত দুই দিনের অব্যাহত চেষ্টার ফলে তারা পরিস্থিতিকে অনেকটা শান্তিপূর্ন করে তোলেন। অন্যান্য রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের অব্যাহত প্রচেষ্টার সাথে আলেম সমাজের এ ভূমিকাকে জনগণ অত্যান্ত শ্রদ্ধার চোখে দেখছেন এবং আলেম ওলামাদের আহবানে উভয় পক্ষই ইতিবাচক সাড়া দেন। উল্লেখ্য, আলেম ওলামাগণের এই শালিশ প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুর রাজ্জাক খান, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, মাওলানা শফিকুর রহমান, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইকবাল হোসেন খান, হাজ্বী ফরিদ উল্বা, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মোবাশ্বির আহমদ ও মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ