এক্সপ্রেস ডেস্ক ॥ র্যাব পুলিশ সদস্যরা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বাড়ি ঘেরাও করে রেখেছে। রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাড়ির চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। বাড়ির ভেতরে এরশাদ ও তার দলের সিনিয়র নেতারা রয়েছেন। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়ি ঘেরাও করে রাখে। বাড়ির পেছনে ও সামনে তিন স্তরের বেরিকেড বসেছে। জাতীয় পার্টির এক নেতা বলেন, বাড়ির সামনের দূতাবাস সড়কের দুই মাথায় পার্কের দিকে এবং প্রগতি সরণির দিক বন্ধ করা হয়েছে। কোনো দিক থেকেই নতুন কেউ ঢুকতে পারছেন না। তবে এরশাদের বাড়ির সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের বের করে দেওয়া হয়নি। বাড়ির পেছনের ফটকের দিকটা অবশ্য খালি করে দেওয়া হয়েছে। সেখানে র্যাবের কয়েকজন সদস্য একটি গাড়ি নিয়ে অবস্থান নিয়েছেন। বাড়ির সামনে যারা উপস্থিত রয়েছেন তারা বের হতে চাইলে বের হয়ে যাচ্ছেন কিন্তু নতুন করে কেউ সেখানে ঢুকতে পারছেন না। এবিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এরশাদের নিরাপত্তা জোরদার করতেই তার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ মঙ্গলবার সকালে একটি সংবাদ সম্মেলনে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে ঘোষণা দেওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় নিজ বাড়ির বাইরে থেকে বুধবার দুপুরের পরে সেখানে আসেন এরশাদ। এরপর বিকেল চারটায় সেখানে তার সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং। বৈঠকের পরই এরশাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, তিনি নির্বাচনে যাচ্ছেন না। তার দলের যারা বর্তমান সরকারের মন্ত্রিসভায় রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং দলের যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারাও তা প্রত্যাহার করবেন।