স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় ছুরাব আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার তাজপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। শনিবার রাত ৯টার দিকে এই দুঘর্টনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মোটর সাইকেল ছুরাব আলীকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।