চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মানবপাচারকারীর গড ফাদার বাচ্চু মিয়াকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষনা করা হয়েছে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম গতকাল চুনারুঘাট থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং বিষয়ক কর্মশালায় এ ঘোষনা দেন। ওই অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জজ কোর্টের পিপি আকবর হোসেন জিতু। চুনারুঘাট থানা প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক এডভোকেট আবুল খয়ের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি মহিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ওয়াহেদ আলী, আবেদ হাসনাত চৌধুরী সনজু, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ছাত্রলীগ সভাপতি রিপন প্রমুখ। বক্তারা সকল ধরণের অপরাধ নির্মুল করে চুনারুঘাট উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের ঘোষনা দেন। সভা শুরুর আগে এমপি মাহবুব আলীর নেতৃত্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।