মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বর্ডির নির্বাচনে স্বেচ্ছাচারিতা ও অবৈধভাবে বশিভুত হয়ে এক অভিভাবক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিভাবক প্রার্থী মোঃ মোস্তাক উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচন স্থগিত করা পূনঃ তফসীল ঘোষণার দাবী সহ দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় অভিভাবক সদস্য ভোটার নং ৭৩৭ মোঃ মোস্তাক উদ্দিন ঐ বিশ্ববিদ্যাল কলেজের গভর্নিং বর্ডির নির্বাচনের তফসীল ঘোষণা হলে তিনি ৩০০০/- টাকা ফি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি মনোনয়ন ফরম ক্রয় করেন। ফরমটি পুরণ করে সমর্থনকারীর ভোটার নং অস্পষ্ট থাকায় ৩০নভেম্বর তিনি ফরম সহ প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ মোঃ মুজাম্মিল হক এর কার্য্যালয়ে গিয়ে সঠিক ভোটার নাম্বারটি দিতে অনুরোধ করেন। অধ্যক্ষ মোঃ মুজাম্মিল হক অভিভাবক সদস্য প্রার্থী মোঃ মোস্তাক উদ্দিনকে আশ্বস্থ করেন যে ফরমটি জমার দেওয়ার জন্য তিনি পরে নাম্বারটি বসিয়ে দিবেন। মোস্তাক উদ্দিন তাঁর কথায় বিশ্বাস করে ফরমটি জমা দিলে অধ্যক্ষ তাকে একটি প্রাপ্তি স্বীকার পত্র দিয়ে বিদায় করে দেন। পরে ১ডিসেম্বর মনোনয়ন পত্রে সমর্থনকারীর ভোটার নাম্বার না থাকার অজুহাতে মোস্তাক উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন। অভিযোগে মোস্তাক উদ্দিন আরো জানান অন্যদের কাছ থেকে অবৈধভাবে বশীভুত হয়ে উৎকোচের বিনিময়ে তার মনোনয়ন পত্র বাতিল করে তাকে নির্বাচন হতে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মুজ্জামিল হকের নিকট জানতে গেলে মুজামিল হক তাঁকে কোন সদুত্তর না দিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে তাকে অধ্যক্ষ তার কার্যালয় থেকে বের করে দেন। বিষয়টির ব্যাপারে তিনি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ সহ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করে দেওয়ার দাবী জানান। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ মোঃ মুজাম্মিল হক অভিযোগটি অস্বীকার করে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়েল নিয়ম অনুযায়ী সনাক্তকারীর ভোটার নম্বর না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এখানে আপীল করার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।