স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে “হবিগঞ্জ পরিবেশ আন্দোলন” হপা কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ সুবীর রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, হপা’র সদস্য ইলিয়াছ বখত চৌধুরী জালাল, পিযুষ চক্রবর্ত্তী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, পৌর জাসদের সভাপতি শাহ আশিকুর রহমান, এডঃ মোকাম্মেল হোসেন রবিন এবং ব্যকস এর সাধারণ সম্পাদক শামছুল হুদা প্রমূখ। সভা পরিচালনা এবং ধারণা বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলন, হপা’র সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, কার্বণ নিঃস্বরণের ফলে যদি বায়ুমণ্ডলের ওজন স্তর ছিদ্র হয়ে যায় তাহলে তীব্র দাহে হবিগঞ্জ তথা গোটা পৃথিবী তামা হয়ে যাবে, তিনি আরও বলেন- হবিগঞ্জে বালু দস্যু, ভূমিদস্যু, নদী দখলকারী এবং পরিবেশ বিনষ্টকারীদের নির্মূল করতে পরিবেশ সচেতন জনগণের সচেতনতা এবং ঐক্য জরুরী। তিনি জনগণকে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।