মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না ! শচীন্দ্র কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীগঞ্জে অর্ধশতাধিক স্থানে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১০ প্রফেসর রহমানের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল পেলেন এথিক তারুণ্য সম্মাননা লাখাইয়ে ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোর্ট এলাকা থেকে পকেটমার আটক বিএনপি’র কাদেঁ ভর করে আওয়ামীলীগ নেতাদের বালু সিন্ডিকেট, নবীগঞ্জে কুশিয়ারা নদীর বালু উত্তোলনের মহাউৎসব

০৪ ডিসেম্বর ১৩ইং পত্রিকার সকল সংবাদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

তরফদার মোঃ ইসমাইল আর নেই
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক তরফদার মুহাম্মদ ইসমাইল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে তার মৃতদেহ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসভবনে পৌছুলে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারসহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ শ্রদ্ধানিবেদন করতে ছুটে যান। বাদ আছর হবিগঞ্জ শিরিষতলা ময়দানে নামাজে জানাযায় হাজারো মানুষের ঢল নামে। নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এডভোকেট এম এ মজিদ খান এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক, পৌর মেয়র জি কে গউছ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জাপা নেতা আতিকুর রহমান আতিক, মরহুমের ছোট ভাই জেলা শ্রমিকদল সভাপতি ইসলাম তরফদার তনু, ছেলে ইফতেখার তরফদার তারেক, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। নামাজে জানাযা শেষে তাকে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি একাধারে হবিগঞ্জ পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক, সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি, রাজনগর মসজিদ কমিটির সদস্যসহ বেশকিছু সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। জীবদ্দশায় লোকসাহিত্য, স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে বেশকিছু বই রচনা করেন। তিনি খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে দায়িত্বপালন শেষে সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।

তিনি বনপ্রজা থেকে রাজা !
4নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ তিনি পাহাড়ের একচ্ছত্র অধিপতি। তার হাত দিয়েই পাচার হয় লাখ লাখ টাকার গাছ। তারই কথায় উঠ-বস করে বনবিভাগ। গাছের পাতা নড়ে-চড়ে তার ইশারায়। সবাই তাকে সমিহ করে, গুরু মানে। কালেঙ্গা সংরক্ষিত বনের একচ্ছত্র রাজা তিনি। এক কথায়, তিনি যা বলেন-তাই করেন। তিনি নিজেকে ‘এক কথার মানুষ’ বলে পরিচয় দেন। পাহাড়ের সেই ভয়ংকর ব্যাক্তিটির নাম শফিক লস্কর। তাকে ভিলেজার (বনপ্রজা) শফিক নামে ডাকেন। বসবাস সিলেট বন বিভাগের কালেঙ্গা সংরক্ষিত বনের বালুমারা এলাকায়। এক সময় নুন আন্তে পান্তা পুরাতো তার। আজ এ অবস্থা নেই শফিকের। তার রয়েছে ৩টি টাফি ট্রাক্টর, ২টি মোটরসাইকেল, ২টি সিএনজি, রয়েছে পাওয়ার ট্রিলার। আছে কাড়ি কাড়ি টাকা। পাহাড়েই রয়েছে ৪০ বিঘা জমি। ব্যাংক ব্যালেঞ্চও রয়েছে তার। বনের অভ্যন্তরে রয়েছে মাছের খামার। মনোরঞ্জনের জন্য স্থানে স্থানে রয়েছেন ৩ জন স্ত্রী। রয়েছে গাছ কাটা ও পাচারের বিশাল বাহিনী। বালুমারা বনবিটের ভিলেজার মন্নান লস্কর মারা যাবার পর পুত্র শফিক লস্করকে মানবিক দিক বিবেচনা করে ২০ বছর পুর্বে ভিলেজার (বনপ্রজা) হিসেবে নিয়োগ দেয় বনবিভাগ। এ পদটি পাওয়ার পর আর পেছনে থাকাতে হয়নি শফিককে। অল্পতেই পাহাড়ের কর্তৃত্ব চলে আসে তার হাতে। দেখতে দেখতে বদলে যায় শফিকের দিনকাল। আলাউদ্দিনের প্রদীপ এসে যায় শফিকের হাতে। সংরক্ষিত বনের গাছ পাচারের পুরো নিয়ন্ত্রন গ্রহন করে সে। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা হুমড়ী খেয়ে পড়েন শফিকের পদতলে। রাজনৈতিক নেতা-কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সাথে সখ্যতা বেড়ে উঠায় বনরক্ষীরাও শফিককে সমীহ করে চলেন। শফিক ছাড়া রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে কথা বলার আর কেউ নেই। তার কাছে হার মেনেছে শক্তিশালী রেমা-কালেঙ্গা অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটি। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসি ও বনরক্ষীরা জানান, শফিকের বিরুদ্ধে ২টি খুনসহ বৃক্ষ পাচারের অসংখ্য মামলা রয়েছে। রয়েছে বনমজুর গুমের অভিযোগ। কিন্তু কোন মামালায় তাকে বেশীদিন আটকানো যায়নি। কয়েকদিন জেলের ঘানি টানা ছাড়া আর কিছুই হয়নি তার। ২০০৩ সালে ভিলেজার শফিক আলুনিয়া গ্রামের বনমজুর ভিংরাজ মিয়াকে পাহাড় থেকে ধরে নিয়ে গুম করে। এখনো পাওয়া যায়নি বৃদ্ধ ভিংরাজ মিয়ার মরদেহ। পাহাড়ের গাছ বিক্রি করে ভিংরাজ গুমের ঘটনা ধামা-চাপা দেয়া হয়। শফিকের বিরুদ্ধে বাসুল্লা গ্রামের রোজিনা ও বালুমারা গ্রামের মিলন হত্যার মামলাসহ রয়েছে বহু বন মামলা। তার ক্যাডার বাহিনী প্রতিদিন সংরক্ষিত বন থেকে পাচার করছে শত শত সিএফটি গাছ। চলতি বছরের ১৪ জুন শফিকের শশুর বাড়ী থেকে ৩ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার হলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। শফিকের বিরুদ্ধে টু শব্দটি করার কোন লোক নেই। সে ধাবড়িয়ে বেড়াচ্ছে পুরো বন। তার ঈশারায় চলছে বৃক্ষ নিধন। বর্তমানে তার বাহিনীর লোকজন পার্শ্ববর্তী একটি চা বাগানে জ্বালানী কাঠ সরবাহ করছে। এতে উজাড় হয়ে যাচ্ছে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য। বিষয়টি অভয়ারণ্যের সহ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করার পরও নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। বন বিভাগ নিরব ভুমিকা পালন করছে। তবে এসব অস্বীকার করেন শফিক। বলেন, সবই মিথ্যা-বানোয়াট। তার কোন বাহিনী নেই। তিনি গাছ পাচারের সাথে জড়িত নন। তিনি নিতান্তই নিরীহ একজন মানুষ।

এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণা শেষ পর্যন্ত বহাল থাকলে ॥
হবিগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হতে যাচ্ছেন এডঃ আবু জাহির
AL Abu Jahirস্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা শেষ পর্যন্ত বহাল থাকলে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন গত ২ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জেলা জাপার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ছাড়া আর কেউ মনোনয়ন দাখিল করেননি। ফলে হুসেইন মুহম্মদ এরশাদ এর নির্বাচন বর্জনের ঘোষণা শেষ পর্যন্ত বহাল থাকলে এবং নির্দেশনা অনুযায়ী জেলা জাপার সভাপতি আতিকুর রহমান আতিক দাখিলকৃত মনোনয়পত্র প্রত্যাহার করলে এডঃ আবু জাহির ছাড়া এ আসনে আর কোন প্রার্থী থাকবে না।

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। গতকাল রাতে শহরের আরডি হলে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি এতে সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হলেন- শহীদ উদ্দিন চৌধুরী আহবায়ক, সিরাজুল হক চৌধুরী যুগ্ম আহবায়ক, মোহাম্মদ আরব আলী, মোঃ শরীফ উলাহ, এডঃ আলমগীর ভূইয়া বাবুল, এডভোকেট আবুল ফজল, সদস্য সচিব এডঃ সালেহ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. আলমগীর খান। সদস্যরা হলেন- এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ আব্দুল মজিদ খান এমপি, এডঃ আবুল হাশেম মোল্লা মাসুম, আলমগীর চৌধুরী, এডঃ লুৎফুর রহমান তালুকদার, মো: মর্তুজা হাসান, আতাউর রহমান সেলিম, জাকির হুসেন চৌধুরী অসীম, মোঃ মর্তুজ আলী, মশিউর রহমান শামীম, শামীম আহমেদ, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, মোঃ সজিব আলী, ফরিদ আহমেদ রাজু, এডঃ আবুল মনসুর, চৌধুরী আবু বকর সিদ্দিকি, সৈয়দ কামরুল হাসান, এডঃ আকবর হোসেন জিতু, এডঃ আফিল উদ্দিন, এডঃ আব্দুল আহাদ ফারুক, আব্দুর রশীদ তালুকদার ইকবাল, মো. ছালেক মিয়া, মাসুদুজ্জামান মাসুক, শাহ মো. মুসলিম, বেনু রঞ্জন রায়, পিপলো চৌধুরী, ইমদাদুর রহমান মুকুল, মাহফুজুল আলম মাহফুজ, মোক্তার হেসেন বেনু, মাস্টার আমীর হোসেন, মিসবাউদ্দিন ভূইয়া, মোঃ নাসির উদ্দিন, এহিয়া চৌধুরী, হুমায়ুন কবির রেজা, মোস্তফা কামাল আজাদ রাসেল, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, শামীম আহমেদ।
প্রচার উপ কমিটির আহবায়ক ঃ অনুপ কুমার দেব মনা। সদস্যরা হলেন- এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডঃ মুশফিউল আলম আজাদ, আব্দুর রশীদ তালুকদার ইকবাল, মাসুদুর রহমান মাসুক, মোঃ আতিকুর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ আব্দুল হাই, সাইফুল জাহান চৌধুরী, ইকবাল হোসেন খান, মোঃ আতর আলী, বোরহান উদ্দিন চৌধুরী।

এমপি আবু জাহিরের সাথে ২নং ওয়ার্ড
আওয়ামীলীগের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপিকে পূনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ ২নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
গতকাল সন্ধ্যায় তার বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, প্রচার সম্পাদক বিপুল রায়, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মাহি, পৌর ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান তরু, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছমেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মহসিন আহমেদ, পাড়া কমিটির সভাপতি রিয়াজুল করিম সোহেল, আওয়ামীলীগ নেতা মোঃ লিজান খান, হিরা আহমেদ, বকুল হোসেন, আল-আমিন, আকিল হোসেন, রাব্বি আহমেদ, এমরান চৌধুরী প্রমূখ।
এসময় এমপি আবু জাহির বলেন, আগামী ১০ম জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে। এখন থেকেই দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালে এরশাদ
এক্সপ্রেস রিপোর্ট ॥ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ জানান, দশম জাতীয় নির্বাচনে সব দল অংশ না নেয়ায় তার দলও অংশ নিবে না। দলের সকল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার আদেশ দেয়া হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ বলেন, সব দল মনোনয়নপত্র জমা না দেয়ায় তার দল জাতীয় পার্টি আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। দরকার হলে নির্বাচনকালীন সরকার থেকেও সরে আসবে তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন, এটাই হবে তার শেষ অবস্থান।
সোমবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেব। আর তুলে নিয়েই আমি প্রমাণ করবো আমি প্রতিশ্র“তি রক্ষা করেছি। এরশাদ বলেন, আমি পূর্বেই বলেছিলাম সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আমি নির্বাচনে যাব না। এখন পরিবেশ নেই বলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
তিনি বলেন, অনেকে বলেন আমি সকালে এক কথা বলি, বিকেলে এক কথা বলি। কিন্তু কেন বলি আপনাদের সেটা বুঝতে হবে। আমাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।
একটি সূত্র জানায়, রোববার জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে সিইসিকে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য ১০দিন সময় বাাড়নোর আবেদন জানান। কিন্তু সিইসি সে আবেদনে সাড়া দেননি। ফলে অবরোধের কারনে সোমবার জাপার ২৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। যে কারনে বৃহত্তর রংপুরে জাপার দুর্গ বলে খ্যাত ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের সুযোগ পেয়েছেন। জানা গেছে, কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভয় ভীতি দেখিয়ে তাদের মনোনয়ন জমাদানে বাধা দিয়েছে। এ অবস্থায় জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিতে বাধ্য হয়েছেন এরশাদ। মনোনয়নপত্র জমা দিতে না পারায় লালমনিরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ পাচ্ছেন। মানিকগঞ্জ-২ আসনে বর্তমান জাপার সংসদ সদস্য মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। তার আসনে মমতাজ বেগম জয়ী হতে যাচ্ছেন। রংপুর মিটাপুকুর আসনে ফখরুজ্জামানকে হুমকি দিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ আসনে আশিকুর রহমান ও তার ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করলে আশিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন এটা প্রায় নিশ্চিত। রংপুরে যখন এই অবস্থায় দেশের অন্যান্য স্থানে জাপার নির্বাচনী ফলাফল খারাপ হতে পারে বলে ধারনা করছেন এরশাদ। রংপুর অঞ্চলের একজন জাপার কেন্দ্রীয় নেতা জানান, বর্তমান অবস্থায় নির্বাচন করলে আওয়ামী লীগ প্রার্থীদের কাছে ভরাডুবি হবে আমাদের। কারন প্রশাসন তাদের পক্ষে কাজ করছে। তাছাড়া মাঠে নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রার্থীদের বাসা বাড়িতে হামলার আশংকা বিরাজ করছে। তিনি এরশাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং গণতন্ত্রের জন্য আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

নবীগঞ্জে মহা-সড়ক অবরোধ
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ অবরোধের ৪র্থ দিনে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ১৮ দল। এছাড়া অবরোধ চলাকালে সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দল। গতকাল মঙ্গলবার ভোর থেকেই শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিএনপি সহ ১৮ দলীয় জোটের কয়েক শত নেতাকর্মী আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে অবস্থান নেয়। উপজেলার সর্বত্র অবরোধের কারনে কোন ধরণের যান চলাচল করতে পারেনি। সকালের দিকে নবীগঞ্জ শেরপুর সড়কের ছালামতপুর নামক স্থানে অবরোধকারী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকাল ১১ টায় বাংলাবাজারে বিক্ষোভ সমাবেশ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল সভাপতি এটিএম সালাম। দুপুরে জেলা বিএনপির সদস্য মোর্শেদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, শিহাব চৌধুরী, যুবরাজ গোপ, এবাদুর রহমান দারা, ইসরাইল মিয়া, আজিজুর রহমান, আব্দুল বাকির চৌধুরী এমরান,সুহেল আহমদ চৌধুরী রিপন, এমদাদুর রহমান লেবু, আবু বক্কর সিদ্দিকী, আব্দুস শহীদ, সাহাজান চৌধুরী, আব্দুল কাইয়ুম প্রমূখ।

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে
গাড়ী চালকের আত্মহত্যা
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আব্দুল্লা মিয়া (৩৪) নামে এক মাইক্রো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের কটন উল্লার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভাড়া বাসা নিয়ে আব্দুল্লা মিয়া আক্রমপুরে বসবাস করে আসছিল। সোমবার রাত ১০ টার দিকে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল্লা। খবর পেয়ে গভীর রাতে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। গতকাল মঙ্গলবার লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বানিয়াচংয়ে এলসিবিসিই অংশগ্রহণমূলক
উর্ধ্বমূখী পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে স্থানীয় সমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়নে অংশগ্রহণমূলক ৩দিন ব্যাপী উর্ধ্বমূখী পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিসেফ এর সৌজন্যে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনীর উদ্দীন এর সভাপতিত্বে ৩দিন ব্যাপী কর্মশালার সমাপনী দিনে বিভিন্ন সেশনে বক্তৃতা করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আরেফ আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, চেয়ারম্যান মিজানুর রহমান খান, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মোহাম্মদ শাহীন, চেয়ারম্যান হায়দারুজ্জামন খান, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ, মেডিকেল অফিসার ডা: পংকজ কান্তি গোস্বামী, ইউএসইও মোঃ ছফিউল্লা সরকার, ইউএসএসও মোঃ জালাল উদ্দিন, ইউইও মিহির লাল আচার্যী, ইউসি সুফিয়া খাতুন, জেএসএ মোঃ ছাবের হোসেন চৌধুরী প্রমুখ। সমাপনী দিনে শিশু অধিকার সুরক্ষায় উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কার্যাবলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যাবলী এবং বরাদ্দকৃত তহবিল, লেভেল থ্রি মনিটরিং অনুশীলন, সুবিধা সমূহ, শিশুদের জন্য ইকুইটি ভিত্তিক পরিবীক্ষণ, কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ মূল্যায়ন শেষে উপজেলা কনভারজেন্স কমিটি ও ইউনিয়ন কনভারজেন্স কমিটি এলসিবিসিই কার্যক্রমকে ফলপ্রসু করার জন্য ২০১৪ ও ২০১৫ সনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

হবিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার ॥ “বাধ ভাঙ্গো, দুয়ার খোল: একীভূত সমাজ গড়ো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমান ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক পিযুষ কান্তি দত্ত। হবিগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শোয়েব হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান, সমাজ সেবা কর্মকর্তা এ কে এম সাইফুর আলম, আবু নাইম মৃধা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, প্রতিবন্ধিতার হারের দিক থেকে এখনও বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে পরিবেশের বিপর্যয়, ফরমালিনের অপব্যবহার ও ভেজাল খাদ্যের জন্য এখন প্রতিবন্ধিতার হার বাড়ছে। প্রতিবিন্ধদের জন্য বর্তমান সরকার অনেকগুলো কাজ করেছে। কোন প্রতিবন্ধি যেন নিজেকে একা, অসহায় ও বিপন্ন না ভাবেন। কারন প্রতিবন্ধিদের সাথে সরকার রয়েছে।
পরে প্রধান অতিথি প্রতিবন্ধিদের মাঝে সাদা ছড়ি ও নগদ অর্থ বিতরণ করেন।

জাপা নেতা আইয়ূব হোসেনের
মৃত্যুতে জেলা জাপার শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাপা নেতা বিশিষ্ট ঠিকাদার আইয়ূব হাসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট আজমান আলী, এডভোকেট জাবেদ আলী, আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, সুখলাল সূত্রধর, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল হামিদ চৌধুরী, প্রচার সম্পাদক আবু বকর খাঁন, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, এডভোকেট শিবলী খায়ের, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক রিপন আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজাদকে চেম্বার প্রেসিডেন্ট
মোতাচ্ছিরের ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির আজাদ সিলেট বিভাগের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের ডাইরেক্টর নিয়াজুল বর চৌধুরী, ব্যক্সের সাধারণ সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ কামাল, চেম্বার সদস্য আবুল কাশেম চৌধুরী জুয়েল প্রমুখ।

আগুনে সহায় সম্বল কেড়ে নিয়েছে
বানিয়াচঙ্গে দু’টি হতদরিদ্র পরিবারের
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর প্রথমরেখ এলাকার হত দরিদ্র দু’টি পরিবারের সহায় সম্বল কেড়ে নিয়েছে আগুন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে বানিয়াচং সদর প্রথমরেখ এলাকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তরের হাটির বাসিন্দা রফিক আলী ও ওয়াহেদ উল্লা। গত সোমবার রাত ৯টায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আশপাশের হাজারো লোক আগুন নিভাতে এলেও ব্যর্থ হয়ে য়ায়। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে রফিক আলীর ঘর ছাই হয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী ওয়াহেদ উল্লার ঘরে ছড়িয়ে পড়ে। এ ঘরের অর্ধেকাংশ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত রফিক আলী একজন হতদরিদ্র মানুষ। ৭ ছেলে মেয়ে নিয়ে দুঃখ কষ্টের মধ্যেও টিনের ঘরে বসবাস করছিলেন। গত পরশু লগ্নী পরিশোধের জন্য ৫ হাজার টাকা চড়া সুদে ঋণ গ্রহণ করেছিল। কিন্তু বিধিবাম অগ্নিকান্ডে সব হারিয়ে এখন তিনি চোখে শর্ষে ফুল দেখছেন। গতকাল মঙ্গলবার সকালে ভষ্মীভূত বাড়ি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং ইউ.পি চেয়ারম্যান মৌলানা হাবিবুর রহমান।

ইসমাইল তরফদারের মৃত্যুতে
বিভিন্ন মহলের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক, সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি, রাজনগর মসজিদ কমিটির সদস্য তরফদার মুহাম্মদ ইসমাইল এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতাগণ হলেন, হবিগঞ্জ পৌরসবার মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ প্রেসক্লাব সবাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সিরাজ হক, সহ-সভাপতি এডঃ শাহাজাহান বিশ্বাস, প্রত্যয়ের সম্পাদক ও নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সহ-সম্পাদক কবি এম এ ওয়াহিদ, সদস্য অধ্যক্ষ জাহানারা খাতুন, কবি জাহনারা আফছর, প্রভাষক এস এম ইলিয়াছ, প্রভাষক গৌতম, এড. ইলিয়াছ, নজরুল সংগীত শিল্পী আবু মোতালেব খান লেবু, কবি শংকর অধিকারী সহ সকল নেত্রীবৃন্দ। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, সৈয়দ আজহারুল হক বাকু, আব্দুল মালেক, আব্দুল আউয়াল মজনু, ফখরুল আলম বাবুল, এম.এ ইকবাল হোসেন খান, সালাউদ্দিন টিটু, হাসবী সাঈদ চৌধুরী, মাকসুদুর রহমান উজ্জ্বল, আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন শামীম, ফজলে রকীব মাখন, কাজী হুমায়ুন আহমেদ রাজু, এমদাদুল হক ইমরান, হবিগঞ্জ জেলা ইমা মালিক সমিতির আহ্বায়ক ইমদাদুর রহমান বাবুল, সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান,

সরকারের নীল নক্সার নিবার্চন জনসাধারণ
কখনও মেনে নিবে না- সৈয়দ শাহজাহান
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- সরকার ১৮ দল তথা দেশের আপামর জনসাধারণের দাবিকে উপেক্ষা করে একদলীয় সরকারের অধীনে নীল নক্সার নিবার্চন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু দেশের জনসাধারণ এ নিবার্চন মেনে নিবে না এবং হতে দেবে না। তিনি আরও বলেন সরকার সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, হামলা-মামলা করে চলমান আন্দোলন বন্ধ করতে চায়। কিন্তু গণআন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতন হবে ইনশাল্লাহ। তিনি গতকাল মঙ্গলবার উপজেলার মনতলায় ঘোষিত তফসিল বাতিল ও নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। স্থানীয় বিএনপির সভাপতি ডাঃ লাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আব্দুল আজিজ, আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সুমন চৌধুরী, মাসুদ আলী, কণা মেম্বার, ফজলুর রহমান, শহিদুল ইসলাম বাবু, ফরিদুর রহমান, যুবদল নেতা এনায়েতউল্লাহ, কবির চৌধুরী, আ্ওলাদ হোসেন, শাহীন মিয়া, আব্দুল জলিল, জামাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোঃ সোহেল, ফরিদুর রহমান, ছাত্রদল নেতা মোস্তফা কামাল বাবুল, এস.এম ইকরাম, আলমগীর কবির, ইয়াকুব খান, জিয়াউর রহমান, মাসুদ প্রমূখ। পরে এক বিশাল মিছিল মনতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

নবীগঞ্জে ফারইষ্ট ইসলামী লাইফ
ইন্স্যুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে। গত ৩০ নভেম্বর সকাল ১১টায় নবীগঞ্জ মধ্যবাজারের আনোয়ারী গার্ডেনস্থ ফারইষ্টের নবীগঞ্জ সাংগঠনিক অফিসে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সমন্বয়ক (বিসি) কাজী আলী আহমদ। শাখা ব্যবস্থাপক (বিএম) সুহেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফারইষ্টের আর.এম এন্ড ডিভিশনাল ইনচার্জ এম খোরশেদুল আলম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন জেএসভিপি এন্ড ইনচার্জ সিলেট সার্ভিস সেন্টার এম আলিমুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারইষ্টের হবিগঞ্জ জেলা ম্যানেজার মোঃ কাজল মিয়া। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফারইষ্টের গ্রাহক মৃত সর্মুতা বেগমের স্বামী গোলাপ মিয়ার হাতে ৩০ হাজার ৯শত ৬৫ টাকার মৃত্যুদাবী চেক তুলে দেন।

নবীগঞ্জের শহীদ ধ্র“বের কবর
দীর্ঘ ৪১ বছরেও সনাক্ত হয়নি
উত্তম কুমার পাল হিমেল
আজ ৪ঠা ডিসেম্বর মুক্তিযোদ্ধের অকুতোভয় বীর সেনানী শহীদ মুক্তিযোদ্ধা ধ্র“বে’র ৪১ তম শাহাদাত বরন দিবস। ১৯৭১ সালের এই দিনে নবীগঞ্জ শহর মুক্ত করতে পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে শহীদ হন এই বীর সেনানী। স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও এই বীর শহীদের স্মৃতি রক্ষার্থে কোন পদক্ষেপ নেওয়া হয়নি কিংবা তার শাহাদাত বার্ষিকী পালন করা হয়নি। অযতœ, অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই বীর সেনানীর শেষ স্মৃতি সমাধিটুকুও।
সেদিন ছিল ডিসেম্বর মাসের ৪ তারিখ। সারাদেশের মত নবীগঞ্জেও পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের চোরাগুপ্তা হামলায় দিশেহারা অবস্থায়। নবীগঞ্জ থানা প্রাঙ্গনে বাংকার তৈরী করে রাজাকারদের সহায়তায় পাক বাহিনী শক্ত অবস্থান তৈরী করে। বিভিন্ন গ্রামগঞ্জে ধ্বংসযজ্ঞ চালায়। এমনি অবস্থায় মুক্তিযোদ্ধে অসম সাহসী বীর সৈনিক রশীদ ও তার বাহিনী নবীগঞ্জ প্রাঙ্গনে অবস্থিত পাক হানাদারদের ক্যাম্পে হামলার সিদ্ধান্ত নেয়। ঐদিন কাকডাকা ভোরে মুক্তিযোদ্ধা কনা মিয়ার বাড়ীর পুকুর পাড়ে রশিদ বাহিনী নবীগঞ্জ থানায় অবস্থান করা পাক হানাদারদের ক্যাম্প টার্গেট করে অবস্থান নেয়। এই দলের সর্ব কনিষ্ট সদস্য মুক্তিযোদ্ধা ধ্র“ব অত্যন্ত সাহসিকতার সহিত পাক হানাদারদের বাংকার ধ্বংস করার উদ্দেশ্যে গ্রেনেড হাতে ক্রলিং করে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের উপর দিয়ে অগ্রসর হতে থাকে। তার সহযোদ্ধাগণ শক্র সৈন্যকে লক্ষ্য করে মেশিন গানের গুলি ছুড়তে থাকে। শক্র সেনারাও আক্রমন প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে থাকে। এ সময় উভয় পরে মধ্যে ঘন্টব্যাপী গুলি বিনময় হয়। সূর্যের আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিবাহিনী আত্মরক্ষার্থে পিছু হটতে থাকে। কিন্তু সাহসী মুক্তিযোদ্ধা ধ্র“বর আর পিছু হটা হলো না। শক্রর গুলিতে তার বুকের পাজর ঝাঝড়া হয়ে যায়। সাথে সাথেই শাহাদাৎ বরন করেন এই অসম সাহসী মুক্তিযোদ্ধা। তার লাশ পরে থাকে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের উপর। এক সময় রাজনগর গ্রামের কিছু সাহসী যুবক জীবনের ঝুঁকি নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা ধ্র“ব এর লাশ এনে সমাধি করে ওই গ্রামের কবরের এক পাশে। পরদিন ৫ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা, সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নবীগঞ্জ থানা প্রাঙ্গনে অবস্থিত পাক হানাদারদের ক্যাম্পে আক্রমন চালিয়ে দখল করে মুক্ত করেন নবীগঞ্জ শহরকে। কিন্তু দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ধ্র“ব’র সমাধিটি আজও চিহ্নিত হয় নাই। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফুল দিয়ে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। কিন্তু ঠিকানা বিহীন শহীদ মুক্তিযোদ্ধা ধ্র“বের সমাধি আজও চিহ্নিত হয়নি। একজন টগবগে যুবক যার তখনও মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স হয়নি কিন্তু দেশ মাতৃকার টানে ধ্র“ব অপরিণত বয়সে  যুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার পর দীর্ঘ ৪১ বছরেও তার সহযোদ্ধারা অনেক অনুসন্ধান করে তাঁর জন্মস্থানও পিতামাতার সন্ধান পান নাই। অনেকেই বলেন শ্রীমঙ্গলের কোন এক চা-বাগানের দরিদ্র শ্রমিক পিতা মাতার সন্তান ছিল শহীদ ধ্র“ব। এক দিকে ঠিকানা বিহীন, অন্যদিকে সমাধি অচিহ্নিত, অবহেলিত এই কি ছিল শহীদ ধ্র“বের স্বপ্নের বাংলাদেশ। স্বাধীনতার ৪১ বছর পর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নবীগঞ্জের সচেতন নাগরিকের একাংশ এই অবহেলিত শহীদ মুক্তিযোদ্ধার সমাধি চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছেন বলে জানাগেছে। তারা শহীদ ধ্র“বের স্মৃতিসৌধ নির্মান করে শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য আহবান জানিয়েছেন।

বাহুবলের পুটিজুরীর এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লাখ টাকার মালামাল লুট
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে স্বর্ণালংকার সহ  প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টার দিকে মন্ডলকাপন গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ৭/৮ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, মোবাইলসেট সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের হামলায় মখলিছ মিয়ার বিবাহিতা কন্যা শরীফা খাতুন (৩০) গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই বাহুবল থানা পুলিশ ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাহুবলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র আহত
বাহুবল প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বাহুবলের আদিত্যপুর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র আহত হয়েছে।
জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের নবিদ আলীর পূত্র, মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের ছাত্র মোহিন ইসলাম (১৮) বাহুবল থেকে মোটর সাইকেল যোগে পুটিজুরী যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় মোহিনকে প্রথমে বাহুবল ও পরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com