পাবেল খান চৌধুরী ঃ
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। মঙ্গলবার মামলাটি বিচারের জন্য কগনিজেন্স কোর্ট থেকে বদলী করা হয়েছে। বিচারক নিশাত সুলতানা হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জেএম শাখার মাধ্যমে মামলাটি দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে প্রেরণের নির্দেশ দেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও তৎকালে হবিগঞ্জ সদরের এমপি শাহ এএমএস কিবরিয়া। এরপর এব্যাপারে একটি হত্যা ও একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিচারের জন্য মামলাটি প্রেরণ করা হয় সিলেট দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে। বাদী পক্ষের বারবার নারাজী ও বিভিন্ন পদক্ষেপের কারণে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়নি। মামলাটি পুনঃতদন্ত হয় বিগত তত্ত্ব¡াবধায়ক সরকারের আমলে। সর্বশেষ আবারও মামলাটি প্রেরণ করা হয় হবিগঞ্জের কগনিজেন্স আদালতে। হবিগঞ্জের আদালতে আইনী প্রক্রিয়া শেষ হলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে মামলাটি সিলেট দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে বিচার হবে। ফলে সেখানকার আদালতেই আসামীদের বিরুদ্ধে চার্জ গঠিত হবে। আগামী ২৩ জুন তারিখে সিলেটের দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হতে পারে। মঙ্গলবার মামলাটি উপস্থাপন করা হলে প্রথমেই বিচারক নিশাত সুলতানা জানান-মামলাটি বিচারের জন্য প্রস্তুত। বদলী হবে। আসামী পক্ষের এডভোকেট মনজুর উদ্দিন শাহিন ও এডভোকেট এম এ মজিদ জানতে চান কোন প্রক্রিয়ায় মামলাটি স্থানান্তরিত হচ্ছে? বিচারক নিশাত সুলতানা জানান-ইতিমধ্যে পলাতক আসামীদের বিরুদ্ধে মালামাল ক্রোকের আদেশ জারী হয়ে এসেছে। অন্যান্য আইনী প্রক্রিয়াও সম্পন্ন। আমি মামলাটি জেএম শাখার মাধ্যমে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবর প্রেরণ করছি। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মামলাটি দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে প্রেরণের নির্দেশ দেবেন। যেহেতু মামলাটি সিলেট দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে বিচারের জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত রয়েছে। সেই আদালতেই তা প্রেরণ করা হবে। উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলার ৫ম দফা সম্পুরক চার্জশীটভূক্ত আসামীর সংখ্যা ৩৩ জন। এর মধ্যে ৮জন জামিনে রয়েছেন। ১৫জন জেল হাজতে। এবং ১০জন আসামী পলাতক রয়েছে।