প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল (উপশী) ব্রি ধান-৪৬ প্রতি হেক্টরে ৫.৩৪ মেট্রিক টন উৎপাদন হয়েছে। হবিগঞ্জ শহরতলীর আনন্দপুর গ্রামে কৃষক আব্দুর রহমানের জমিতে এই ফলন পাওয়া যায়। প্রচলিত জাতের চেয়ে এর ফলন প্রায় ২৫ শতাংশ বেশী।
গতকাল দুপুরে আনন্দপুর গ্রামে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরীক্ষামুলক শস্য কর্তনকালে এই উৎপাদন পাওয়া যায়। শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কবির কলেজিয়েট একাডেমীর অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন, সহকারী কৃষি কর্মকর্তা প্রজেশ চন্দ্র দেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সুমন ঘোষ, মাহবুবুল হক, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মালেক ও জাবেদ হাসান মেম্বার প্রমুখ।
প্রসঙ্গত, আনন্দপুর গ্রামের কৃষক আব্দুর রহমানের ৪০ শতাংশ ভুমিতে ব্রি ধান-৪৬ আবাদ করা হয়। তার জমিতে এই ফলন দেখে এলাকার কৃষক কাজল মিয়া সর্দার, আব্দুর রহিম, সাইদুর মিয়া, কাছুম আলীসহ সবার আগ্রহ বৃদ্ধি পায়।