প্রেস বিজ্ঞপি ॥ স্বাস্থ্য শিক্ষা ব্যুারো ২০১৪-১৫ অর্থ বছরের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাজে নং-৯ বেসরকারী কনসালটিং ফার্ম সমাজ উন্নয়ন সংস্থা (সুক) কর্তৃক আয়োজিত মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য এ্যাভোকেসী সভা গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ইমাম, শিক্ষক, গর্ভবতী মা ও সাধারণ মা-বাবা, সাংবাদিক, সরকারী কর্মচারী অংশগ্রহণ করেন। রির্সোসপার্সন মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও নিখিল রঞ্চন শর্মা।
সভায় বক্তারা বলেন, শিশু জন্মের পর শাল দুধ এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মাত্র বুকের দুধ খাওয়াতে হবে। গর্ভবতী মায়ের ৫টি বিপদ চিহ্ন, গর্ভকালী সময়ে ৪ বার চেকআপ, বিশ্রাম, পুষ্টিকর খাবার, দক্ষ দাই অথবা প্রস্রবের পূর্বে সঠিক পরিকল্পনা নেওয়া স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসবের ব্যবস্থা করার উপর গুরুত্বরোপ করেন।