বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

পৌর আ’লীগের সাথে মতবিনিময়কালে এমপি আবু জাহির সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল সোমবার রাত ৮টায় স্থানীয় আরডি হলে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মনোনয়নের ব্যাপারে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের কোন লাভ হয়নি। সুপ্রীম কোর্টের রায়ে সংবিধান অনুযায়ী আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। হবিগঞ্জের মাটিকে বঙ্গবন্ধুর ঘাটি আখ্যায়িত করে তিনি বলেন, ১৮ দলীয় জোট দেশের নিরীহ জনসাধারণকে হত্যা, হরতাল ও অবরোধের নামে দেশকে নৈরাজ্যের দিকে টেলে দিচ্ছে। আগামী নির্বাচনে জনগণ আওয়ামীলীগকে পুনরায় বিজয়ী করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেবে না। ১৮ দলের নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের স্বোচ্ছার থাকার আহবান জানান তিনি।
পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় মতবনিময় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডঃ আবুল মনসুর, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শরীফ উল্লাহ, সহ-সভাপতি আব্দুর রহমান, আবু সালেহ মোঃ শিবলী, শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম, আব্দুল কদ্দুছ, জনাব আলী, সুজিত বণিক, স্বপন লাল বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, আশুতোষ অধিকারী শঙ্কর, শংখ শুভ্র রায়, দুলাল সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শেখ মামুন, জিয়া উদ্দিন জিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, পৌর ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান তরু প্রমুখ। এছাড়াও পৌর আওয়ামীলীগে কার্যকরী কমিটির সকল সদস্যসহ ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com