নবীগঞ্জ প্রতিনিধি ॥ শাহ নেয়াজ মিলাদ গাজী বলেছেন, বিএনপি জামাত হরতাল অবরোধের নামে দেশে যে নারকীয় তান্ডবলীলা চালিয়েছে তা ১৯৭১ সনের পাক হানাদার বাহিনীর দূষরের মতো নাশকতা করে দেশের নিরীহ জনসাধারণকে হত্যাসহ রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করছে। এসবই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে দেশের সংবিধানকে অস্বীকার করছে। এদেরকে জনগণ নির্বাচনের মাধ্যমে লাল কার্ড দেখাবে তাই তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে নবীগঞ্জ-বাহুবলের অসমাপ্ত কাজ গুলি সম্পনের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জনগণের কাদে কাদ মিলিয়ে কাজ করে যাব।
গতকাল বিকালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মনোনয়ন পত্র দাখিল শেষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সহ-সভাপতি ইমদাদুর হক চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী, সমর চন্দ্র দাস, মোঃ আবুল খয়ের গোলাপ, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমেদ, এডঃ সুমঙ্গল দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল, নির্মলেন্দু দাশ রানা, ফরহাদ আহমদ, ফজলুল করিম, সুজন মিয়া, হারুন মিয়া, নুরুজ্জামান মিয়া, বজলুর রহমান, কামাল হাসান চৌধুরী, সুজাত চৌধুরী, গোলাম হোসেন, আঃ মালিক, আক্তার হোসেন সুবা, গৌতম দাশ, বিকাশ রায়, শাহ গোল আহমদ কাজল, খয়রুল বশর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ। মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের প্রায় শতাধিক মোটর সাইকেল যোগে শোভা যাত্রা সহকারে বাহুবল থেকে মিলাদ গাজীর গাড়ী বহর নবীগঞ্জে এসে পৌছলে পৌর শহরে নেতা কর্মী ও শোভাকাংখীদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। এসময় মিলাদ গাজী জনগণের উদ্দেশ্যে হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ নেতা-কর্মী সভায় অংশ নেন।