কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার উজিরপুরে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের কাজল মিয়ার সাথে প্রতিবেশী আবুল কালাম মেম্বার এর দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে গতকাল বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় মনছব উল্লার পুত্র সালা উদ্দিন (৪৫) এর চোখ দিয়ে টেটাবৃদ্ধ হয়। ও তার ভাই আব্দুল্লাহ জাহিদ (৩৫) এর মাথায় দিয়ে টেটাবৃদ্ধ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সালাহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। জাহিদকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে হামলা কারীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে গ্রেফতারে আতংকে পুরুষ শুন্য হয়ে পড়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বাড়ীর সীমানা ও জমিজমা নিয়ে বিরুধ চলছিল। সোমবার বিকেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখনো কোন মামলা না হলেও হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।