স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চাঁন্দপুর গ্রামে শশুর বাড়ীতে জামাতার রহস্যজক মৃত্যু। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ আটক করেছে। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের আসলা গ্রামের গোলাপ মিয়ার পুত্র সিএনজি চালক আইয়ুব আলী (৩০) এর সাথে দুই বছর পূর্বে প্রেমের সর্ম্পক ঘরে তুলে চাঁন্দপুর গ্রামের আঃ মালেকের কন্যা কুলসুমা আক্তার (২৫), বিষয়টি পরিবারের লোকজন আছ করতে পেরে আনুষ্টানিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তাদের সংসারে ঝগরা ঝাটি লেগেই থাকে। বিভিন্ন সময়ে কুলসুমা কাউকে কিছু না বলে পিত্রালয়ে চলে যায়। দুই সপ্তাহ আগে তার স্মামীকে কুলসুমা লিচু আনতে বলে। আইয়ুব আলী লিচু না আনায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে অভিমান করে কাপড় ছোপড় সাথে নিয়ে পিত্রালয়ে চলে যায় কুলসুমা। গত রবিবার কুলসুমা আইয়ুব আলীকে ফোন করে নিয়ে যাওয়ার জন্য বলে। কুলসুমার কথায় আইয়ুব আলী ওই দিন রাতে শ্বশুরালয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর তারা ঘুমিয়ে পরে গতকাল সোমবার সকালে বাড়ীর আঙ্গিনার আম গাছে আইয়ুব আলীর জুলন্ত লাশ দেখতে পেয়ে শ্বশুর বাড়ীর লোকজন থানায় খবর দিলে চুনারুঘাট থানার এসআই আব্দুল্লা আল জাহিদ লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পেরণ করেন। জিঙ্গাসাবাদের জন্য কুলসুমাকে আটক করে পুলিশ। নিহত আইয়ুব আলীর চাচা নুরুল হক অভিযোগ করে তাকে পরিকল্পিত হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে ওই এসআই জানান ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু সঠিক করে বলা যাচ্ছে না। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে।