স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় হবিগঞ্জ শহরে মিতু আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শহরের স্টাফ কোয়ার্টার এলাকার মহসিন মিয়ার মেয়ে। সে এ বছর হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত শনিবার প্রকাশিত এসএসসির ফলে তিনি জিপিএ-৩.১১ অর্জন করে। কিন্তু এ ফল আশানুরূপ না হওয়ায় গতকাল রবিবার দুপুরে অভিমান করে বাড়ির পিছনে আমগাছে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঝুলন্ত অবস্থা থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন করিম তাকে মৃত ঘোষণা করেন।