শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

৩টি রাস্তার কাজ উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ বাসযোগ্য হবিগঞ্জ শহর গড়ে তুলতে নিয়ম মেনে বিল্ডিং নির্মানের আহবান

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৩ টি রাস্তার উন্নয়নকাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার সকালে বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন ওই ৩ টি রাস্তার উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের উন্নয়নের অংশ হিসেবেই হবিগঞ্জ পৌর এলাকায় দাতা সংস্থার সহায়তায় উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। তিনি বলেন জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ উন্নয়নকাজ আরো ব্যাপকভাবে পরিচালিত হবে। এডভোকেট আবু জাহির উপস্থিত এলাকাবাসীর উদ্দ্যেশে বলেন আপনারাই এ দেশের মালিক। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার কারণেই এ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করতে পারছে। তিনি বলেন, হবিগঞ্জ শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে সকল নাগরিককে স্থাপনা নির্মানের সময় বিল্ডিং কোড মান্য করতে হবে। বিল্ডিং নির্মাণের সময় প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিলে পানি নিস্কাশন, যাতায়তসহ নাগরিকগণ আধুনিক শহরের সুবিধা ভোগ করতে পারবেন। হবিগঞ্জ পৌরসভা যাতে দ্রুততম সময়ের মাঝে উন্নয়ন কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উদ্বোধনকালে এডভোকেট মোঃ আবু জাহিরের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান দুলন প্রমুখ।
বিএমডিএফের আওতায় হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন যে রাস্তা তিনটি অনুষ্ঠানে উদ্বোধন করা হয় সেগুলো হলো ১৫ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সম্মুখ হতে ডায়াবেটিক হাসপাতালমুখী ৫ শ মিটার রাস্তা, ২০ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে অনন্তপুর মসজিদ হতে ইনাতাবাদ মেইন রোড পর্যন্ত ৩২৭ মিটার রাস্তা ও ১২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে শায়েস্তানগর মসজিদের উত্তর পাশে ১৫৭ মিটার সিসি রাস্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com