নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা, নাদামপুর ও বরকতপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর উপর নির্মিতব্য ব্রিজ নির্মাণ কাজ ফের বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। ইতিপূর্বে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। ২০দিন বন্ধ থাকার গতকাল রোববার ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলে স্থানীয় জনতা আবারো বন্ধ করে দেয়। পরে বিকেলে উপজেলা হলরুমে আলোচনার মাধ্যমে এলাকাবাসীর দাবী মেনে নেয়ার আশ্বাস দেয়া হয় বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাবাসীর যাতায়াত দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ওই নদীর উপর ব্রিজ নির্মাণে ২৩ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়। চৌধুরী এন্টাপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি গ্রহণ করে। এলাকাবাসী জানান, নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক থেকে এ ব্রিজটি প্রায় ৩ ফুট নিচু হওয়ায় বর্ষা মৌসুমে নৌকা চলাচলে বিঘœ সৃষ্টি হবে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দিয়েও কোন ফল হয়নি। ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পর পর দুই দফা কাজ বন্ধ করে দেয়। সর্বশেষ গতকাল কাজ শুরু করে করলে আবারো কাজ বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে সামাল দিয়ে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। পরে বিকালে উপজেলা হল রুমে জনতাসহ কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে ব্রীজটি আরো উচু করে নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করায় পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, কর্তৃপক্ষ এলাকাবাসীর গঠনমুলক দাবী মেনে নেয়ায় ব্রীজ নির্মাণের কাজে আপত্তি প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবী উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এলাকাবাসী জানান, সিদ্ধান্তের হেরফের হলে ব্রীজ নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হবে।