স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক হবিগঞ্জ সদর-লাখাই আসনে ও সাধারণ সম্পাদক শংকর পাল বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আব্দুল হামিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, এডভোটে শিবলী খায়ের, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, মুহিত চৌধুরী, হাসান, ফকির হুমায়ুন কবির প্রমুখ।