বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের দুই বাড়িতে হানা দিয়েছে একদল ডাকাত। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতি ব্যর্থ হয়। শনিবার দিবাগত গভীর রাতে বাহুবল উপজেলার বাহুবল গ্রামের উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফি আহমেদ চৌধুরী সফিক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সদস্য মঈনুল ইসলামের বাসায় ডাকাতরা হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে উল্লেখিত দুই বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।