চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কঁচি-কাঁচাদের লেখা পড়া শিখায় উঠেছে। ওরা লেখা-পড়ার বদলে নিচ্ছে প্রতিবাদ, সভা-মিটিংয়ের তালিম। এ নিয়ে টেনশন বাড়ছে অভিভাবকদের মাঝে। বিগত মাসাধিক কাল ধরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে নানা ইস্যুতে মত বিরোধ এবং গ্রাম্য হীন রাজনীতির কারনে বিনষ্ট হচ্ছে লেখা পড়ার পরিবেশ। অভিভাবকরা জানান, সরকার ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়টি জুনিয়র স্কুলে রূপান্তরের ঘোষনা দেয়ার পর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমানের সাথে শিক্ষক বদলী, ডেপুটেশন ও অতিরিক্ত ফি আদায় নিয়ে মত বিরোধ বাধে সহকারী শিক্ষক তারা মিয়া খানের সাথে। গত ২৪ এপ্রিল শিক্ষক তারা মিয়া খান স্কুলে বুষ্টির কারনে দেরী করে আসার ঘটনা নিয়ে প্রধান শিক্ষক মতিউর রহমানের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে তারা মিয়া খানের বিরোদ্ধে শোকজ নোটিশ জারী করেন প্রধান শিক্ষক। এ শোকজ নোটিশের জবাব দেন শিক্ষক তারা মিয়া কিন্তু প্রধান শিক্ষক এ জবাব আমলে না নিয়ে তারা মিয়াকে বিদ্যালয় থেকে বিতারিত করার ফন্দি আঁেটন। এতে ওই দুই শিক্ষক ও তাদের পক্ষের লোকজনের মাঝে বিরোধ চাঙ্গা হয়ে উঠে। এলাকায় এ নিয়ে পক্ষে-বিপক্ষে একাধিক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বর্তমানে শিক্ষক তারা মিয়া স্কুলে যেতে পারছেন না এমনি তার ছুটির দরখাস্ত ও গ্রহন করছেনা স্কুল কর্তৃপক্ষ। এদিকে স্কুলে জমিদাতা রিয়াছত উল্লার পুত্র আব্দুল মন্নাফ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীর নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। রহস্য জনক কারনে এ আবেদনের কোন তদন্ত করছেনা শিক্ষা অফিস তবে ২৮ মে সহকারী শিক্ষক তারা মিয়া খান ও প্রধান শিক্ষক মতিউর রহমানের মাঝে ঠেলা-ঠেলির ঘটনার বিষয়ে অধিক আগ্রহী হয়ে উঠেছে ওই বিভাগ যদিও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিবদমান বিরোধের বিষয়ে তদন্ত করছেন তবে জানান। এলাকবাসিরা কালিশিরি স্কুলের ঐতিহ্য ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা এসব হীন রাজনীতির অবসান চান। অভিভাবকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক একজন ভাল মানুষ কিন্ত তার হেফাজত থেকে প্রাথমিক সমাপনির পরীক্ষার ১২ টি সনদ হারিয়ে যাওয়া ও অতিরিক্ত ফি আদায়ের পর থেকে তিনি এলাকাবাসীর তুপের মুখে রয়েছেন। এলাকাবাসিরা ওই দুই শিক্ষককে বদলী করে লেখা-পড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবী তুলেছেন।