আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট মাহবুব আলী গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শারমিন জাহানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি মোঃ রহম আলী, আব্দুল নুর, আব্দুর রাজ্জাক প্রমুখ। এরপর বিকাল সাড়ে ৩টায় তিনি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্রের ছায়ালিপি দাখিল করেন। ইতিমধ্যেই মাহবুব আলীকে সামনে রেখে নির্বাচনী এলাকায় নৌকায় জোয়ার সৃষ্টি হয়েছে।