প্রেস বিজ্ঞপ্তি ॥ “এন্ড পিটি আই সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৪” এর জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গানে ১ম স্থান ও নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হবিগঞ্জের মেয়ে পম্পা দেব। সে হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পরিবহন ব্যবসায়ী রনজিত কুমার দেব সজল এবং অরসরপ্রাপ্ত শিক্ষিকা অনিতা দেব এর মেয়ে। পম্পা হবিগঞ্জের প্রখ্যাত সংগীত প্রশিক্ষক ওস্তাদ স্বদেশ দাশের ছাত্রী। পম্পা তার এ অবদানের জন্য বাবা, মা, সংগীত শিক্ষক ও হবিগঞ্জ পিটি আই এর সুপারিটেনডেন্ট এবং পিটি আই’র সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২২ মে ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৭ বিভাগ থেকে ৭জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে পম্পা সকল প্রতিযোগীকে ডিঙ্গুয়ে ১ম স্থান অর্জন করে। পরে পম্পা দেবের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব মোঃ আলমগীর।