স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাটি শৈলজুড়া গ্রামে বাড়ী দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দুলন মিয়ার জমি দখল করতে চায় প্রতিবেশী কদর আলীর পুত্র আহাদ আলী। এ নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় আহাদ আলী, মাসুক মিয়া, আতিক উল্লাহ, জিন্নত আলী সহ ১০/১৫ জন লোক দেশী অস্ত্র স্বস্ত্র নিয়ে হামলা ভাংচুর চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দুলন, রুকন, ছুরত আলী ও ফুলবানু আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে বিকালে আদালত পাড়ায় উভয় পক্ষের লোকের মাঝে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।