নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানের পিতা আলহাজ্ব নুর আলী ওরফে আলতাফ হোসেন মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশজাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, সংগঠনের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, সহ-সভাপতি অশোক তরু দাস, সঞ্জয় দাশ, নিকুঞ্জ পাল নিখিল, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক পবিত্র বনিক, অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়, প্রচার সম্পাদক, জ্যোতিষ সরকার, লিপ্টু তালুকদার রিপ্টু, অলক কুমার দাশ, মৃদুল কান্তি রায়, নিতেশ চন্দ্র রায়, রঙ্গ লাল রায়, ব্যাংক কর্মকর্তা বাদল কৃষ্ণ বনিক, কানাই লাল দাশ, বিধান ধর, বিধান দেব, সাধন চন্দ্র দাশ, অরবিন্দু বনিক, বিভু আচার্য্য, সলিল বরন দাশ, দিবাকর দে রিন্টু, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, দিপু মহালদার, শিক্ষক শীলাপদ দাশ, শিক্ষক অজয় চন্দ্র ধর, শিক্ষক সলিল কুমার দাশ, সুকেশ চক্রবর্তী, কানু লাল রায় প্রমূখ। শোক জ্ঞাপনকারীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।