স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে ১৮দলীয় জোটের অবরোধ কর্মসূচী পালিত হযেছে। অবরোধ চলাকালে সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দল। ১৮ দলীয় জোট কর্তৃক ঘোষিত ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিনে গতকাল সোমবার ভোর থেকেই শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিএনপি সহ ১৮ দলীয় জোটের কয়েক শ’ নেতাকর্মী আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে অবস্থান নেয়। অবরোধ চলাকালে থানা পুলিশ ছিল সর্তকাবস্থায়। উপজেলার সর্বত্র অবরোধের কারনে কোন ধরণের যান চলাচল করতে পারেনি। দুপুরে ইউপি বিএনপির সভাপতি সানাওর খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবরাজ গোপ, মোর্শেদ আহমদ, এবাদুর রহমান দারা, ইসরাইল মিয়া, আজিজুর রহমান, এটি এম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সুহেল আহমদ চৌধুরী রিপন, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন বেলাল, এমদাদুর রহমান লেবু, সাহাজান চৌধুরী, আব্দুল কাইয়ুম, জিতু মিয়া সেন্টু, আজিল চৌধুরী, আহমদ ঠাকুর রানা, হারুনুর রশীদ, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ প্রমূখ। অবরোধের তিৃতীয় দিনে নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসহ ৮ টি স্পটে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে।