স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এক্সপ্রেস সম্পাদক মো: ফজলুর রহমানের পিতা আলহাজ্ব নুর আলী ওরপে আলতাব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় মরহুমের বাড়ি রিচি গ্রামে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় রেলওয়ে জামে মসজিদে ২য় জানাজা এবং চুনারুঘাটের মুড়ারবন্দ মাজার মসজিদে ৩য় জানাজা শেষে সেখানকার মাজার প্রাঙ্গণে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে মরহুমের জানাজা নামাজে মুসল্লিদের ঢল নামে। বিভিন্ন দুরদুরান্ত থেকে মুসল্লিগণ এসে জানায় অংশ নেন।
উল্লেখযোগ্যদের মধ্যে, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, বিশিষ্ট মুরুব্বি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, দৈনিক প্রভাকর সম্পাদক নোমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আহমুদুর রহমান আবদাল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, হাজী এনাম, দেওয়ান মিয়া, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব উসমান গণি, আলহাজ্ব ফরিদ মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান লিয়ন, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালিম, সময় টিভির মিলন রশিদ, আরটিভির সায়েদুজ্জামান জাহির, দৈনিক জনকণ্ঠর প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৈশাখী টিভির রাসেল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাছ রাঙা টিভির চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ৭১ টিভির শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দিগন্ত পত্রিকার এম এ মজিদ, ইসলামিক টিভির শরীফ চৌধুরী, আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমদ খান, সাংবাদিক আব্দুল হাই, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির মোঃ ছানু মিয়া, জিটিভির মোঃ নূর উদ্দিন, এস এ টিভির আব্দুর রউফ সেলিম, উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, আমাদের সময় ডট কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম কাউছার আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, বর্তমান সভাপতি এটি এম সালাম, সাংবাদিক মিঠু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাব সম্পাদক জামাল হোসেন লিটন, ইসমাইল হোসেন বাচ্চু, সাপ্তাহিক সেবা সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক হাসান আলী, মাধবপুর সমকাল প্রতিনিধি আইয়ুব খান, ভোরের ডাক প্রতিনিধি আবুল হোসেন সবুজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, হবিগঞ্জ আইএফসি’র দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ অসংখ্য মুসল্লি জানাজায় অংশ নেন।