মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ঢাকায় এক বিষধর সাপের দংশনে বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে বিলাল মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকার ধর্মগঞ্জ এলাকায় একটি ইট ভাটায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার ধর্মগঞ্জ এলাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন বিলাল মিয়া। কাজ শেষে প্রতিদিনের ন্যায় রাতে বাসায় ঘুমিয়ে পড়েন বিলালসহ তার সাথে থাকা অন্যান্য শ্রমিকগণ। হঠাৎ ঘুম থেকে কি যেন একটি তাকে কামড় দিয়েছে ভেবে জেগে উঠেন। পরক্ষণেই বিলাল এর সাথে থাকা অন্যান্যরাও জেগে উঠে একটি বিষধর সাপ দেখতে পান। সাথে সাথে বিলাল জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তার সহযোগীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল বিকালে বানিয়াচং সদরের শেখের মহল্লাস্থ বিলাল এর নানার বাড়ীতে বিলাল এর মৃতদেহ নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজার নামাজ শেষে তার নানার বাড়ীর কবরস্থানে তাকে দাফন করা হয়।