স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫-এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে উত্তরণ সংসদ। গতকাল শুক্রবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাপলা সংসদকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে উত্তরণ। চ্যাম্পিয়ন দলের ফাস্ট বোলার এপু দুর্দান্ত হ্যাট্রিকসহ ৫টি উইকেট নিয়ে শাপলাকে ৪২ রানে অলআউট করতে মূখ্য ভূমিকা রাখেন।
গতকাল শুক্রবার সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ অনুপযোগী থাকায় দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুর ১টায় খেলাটি শুরু হয়। সময় স্বল্পতার কারণে ৫০ ওভারের ম্যাচটি ২০ ওভারে খেলা হয়। টসে জিতে শাপলা সংসদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু উত্তরণের ফাস্ট বোলারদের তোপের মুখে শাপলা সংসদ মাত্র ১০ ওভারেই ৪২ রানে অলআউট হয়ে যায়। ফাস্ট বোলার এপু খেলার তৃতীয় ওভারেই পরপর তিনটি উইকেট তুলে নিয়ে হ্যাট্রক করেন। শাপলার কোন ব্যাটসম্যানই দুই অংকের কোঠা পার করতে পারেনি। রায়হান সর্বোচ্চ ৭ রান করেন। উত্তরণ সংসদের অপর ফাস্ট বোলার ফয়সল ২টি ও স্পিনার লিংকন ২টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে উত্তরণ সংসদ ১২.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় লাভ করে। উত্তরণ সংসদের পক্ষে রকি ১৩, সাইদুর ৮ ও পার্থ ৭ রান করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অভিজিৎ চক্রবর্তী ও মইনউদ্দিন তালুকদার সাচ্চু। ম্যাচ রেফারি ছিলেন শাহ ফখরুজ্জামান ও স্কোরার ছিলেন তুষার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ অব দা ফাইনাল হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফাস্ট বোলার এপু।
এদিকে, চ্যাম্পিয়ন হলেও ট্রফি হাতে নিতে পারেনি উত্তরণ সংসদ। টুর্নামেন্টের পৃষ্টপোষক এমপি এডভোকেট আবু জাহিরের উপস্থিতিতে পরবর্তীতে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিবে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।