স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই সড়কের রিচি গ্রামে টমটম দূর্ঘটনায় মহিলাসহ ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে রিচি যাবার পথে পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় সুহাগ, জাব্বার মিয়া, রাহেলা খাতুনসহ আহত হয়। আহত অবস্থাতায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।