স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতপাড়ায় মাদক বিনষ্ট করা হয়েছে। গত বুধবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম ও কৌশিক খন্দকারের উপস্থিতিতে ৪৭ বোতল ভারতীয় নিষিব্দ ফেনসিডিল ও ১৪ বোতল বিদেশী মদ প্রকাশ্যে ধ্বংশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোর্টের সিএস আই ছবিদুর রহমান, রতিন্দ্র। কোর্ট সূত্রে জানা যায়, জব্দকৃত মাদক শ্রীমঙ্গল রেলওয়ে থানার মামলার আলামত।