চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী চুনারুঘাট প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোহাম্মদ মুসলিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক চেয়ারম্যান, মাসুক মিয়া মাস্টার, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু, মোস্তাক আহমদ তরফদার, জুনাইদ আহমেদ, রাইরঞ্জন পাল, সাংবাদিক ফারুক মাহমুদ, এস.এম. সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দিন চৌধুরী আব্দাল, এস আর রুবেল মিয়া, সুখদেব ও খন্দকার আলাউদ্দিনসহ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ।