স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসার এক ছাত্র আহত হয়েছে। বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মনির হোসেনের পুত্র ধুলিয়াখাল আমিনিয়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম (১২) বাড়ী থেকে গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসায় আসার পথে গাড়ী থেকে নেমে উল্লেখিত স্থানে পৌছলে বেপরোয়া একটি সিএনজি আটোরিক্সা ধাক্কা দিলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থয় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক সিএনজি নিয়ে পালিয়ে যাবার সময় জনতার ধাওয়া খেয়ে সিএনজিটি উল্টে খাদে পড়ে যায়। এসময় চালক পালিয়ে যায়।