স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পৃথক অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় একটি স্বর্ণের দোকানকে ৫শত টাকা ও হাসপাতাল এলাকার সুবর্ণা ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসেদ বেগমের নেতৃত্বে শহরের চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুটি মুদির দোকানে আয়োডিনযুক্ত লবন না থাকায় ৪শত টাকা, ট্রাফিক পয়েন্টে সেনেটারী দোকানে লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর থানার এসআই গোলাম মোস্তাফা ও এএসআই মিরাজুল ইসলাম।