চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সহকারি শিক্ষকের লাঠিপেটায় আহত হয়েছেন প্রধান শিক্ষক। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় চুনারুঘাটে আহমদাবাদ ইউনিয়নের কালিশিড়ি জুনিয়র সরকারি স্কুলে ঘটনাটি ঘটে। আহত প্রধান শিক্ষক হচ্ছেন, মতিউর রহমান ও সহকারি শিক্ষক তারা মিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে দু’শিক্ষকের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে প্রধান শিক্ষক মতিউর রহমান ক্লাস শেষে অফিস রুমে প্রবেশকালে পিছন দিক থেকে সহকারি শিক্ষক তারা মিয়া একটি কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় প্রধান শিক্ষক সুর চিৎকার করলে সহকারি শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা এগিয়ে এসে ঘটনা সামাল দেন। ঘটনার পর সহকারি শিক্ষা অফিসার কৌশল আহমদ রনি উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে প্রাথমিক তদন্ত করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।