স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা গ্রামে পূর্ব বিরোধের জেরধরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার সাথে মাসুক মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল জাহাঙ্গীর, আলমগীর ও মোতাব্বিরসহ একদল লোক মাসুক মিয়ার ঘরে হামলা ও ভাংচুর চালায়। এসময় মাসুক মিয়ার পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০জন আহত হয়। আহতদের মধ্যে মাসুক মিয়া, স্বপ্না আক্তার, বিপ্লব ও বুলবুলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।