চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশে যৌন হয়রানী বন্ধের দাবীতে চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পৌরশহরের দেওরগাছ নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ম্যানেজার মোঃ শহীদ উল্লা, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাসান আলী, মানবাধিকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, জেলা শিক্ষা প্রোগ্রাম অফিসার আনোয়ারা পারভীন ঝর্ণা, মানবাধিকার কমী অল্লীকা দাস, শিমুল রাণী চক্রবর্তী, লায়লা আক্তার সহ কর্মকর্তা কর্মচারী সহ দুই শতাধিক লোক অংশ গ্রহন করে।
সারা দেশে যৌন হয়রানী ও নারী নির্যাতন বন্ধের দাবিতে প্রতি মাসে শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।