প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আব্দুল কাইয়ূম। সভায় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ৫২,৭৩,৩৫৬/- টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সফিক আলী, চন্দু মিয়া, হাছন আলী, সুমন মিয়া, বিশিষ্ট মুরুব্বি কবির মিয়া, আব্দুল আলী, সালেহ আহমেদ প্রমূখ।
উপস্থিত ছিলেন, ইউপি’র সদস্য সদস্যা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইউপি পরিষদকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হলে ইউপি কর সময় মতো পরিশোধ করতে হবে। শুধু সরকারী বরাদ্দের উপর নির্ভশীল না হয়ে জনগণকে কর পরিশোধে উদ্বুদ্ধ করতে হবে। সার্বিক সহযোগীতা করে টিএইচপি এসএলজি প্রজেক্ট।