বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ হল রুমে “জীবনের জন্য সাতার” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর ইনজুরী প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশ (সিআইপিআরবি) আয়োজিত গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভাপতিত্বে ও সিআইপিআরবি এর এসিসটেন্ট ফিল্ড ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইপিআরবি সুপারভাইজার মোঃ মহসিন সরকার ও অফিস ইনচার্জ মাকসুদুর রহমান, মেম্বার মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ই¯্রাব আলী, নূর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিরিকা বেগম, আম্বিয়া বেগম, সাবেরা খাতুন প্রমুখ। বানিয়াচং সদর ৪টি ইউনিয়নের ৪-১০ বছরের ছেলে ও মেয়েদের সাতার শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই ইউনিয়নের কয়েকটি পুকুরে সাতার শিখানোর কার্যক্রম হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।