চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে সীমান্তিক ’নতুন দিন”(ইউএসএআইডি এবং এসএমসির সহযোগীতায়) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভা ও এএনসি সেবার আয়োজন করা হয়। প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসবই হোক নিরাপদ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা এসএম তৌকির আহমেদ, মোসলেম উদ্দিন, সেকমো, দেওরগাছ ইউপি চেয়ার ম্যান সামসুন নাহার চৌধুরী, মোঃ সাইদুল হক পিও (বিসিসি), সিদ্দিকা খাতুন ডিটিএল। আলোচনায় বক্তারা নিরাপদ মাতৃত্ব বিষয়ের উপর এবং প্রসবের সময় সেফটি কিট ব্যবহারের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুন নাহার পিও (সিএম),। এতে প্রকল্পের অন্যান্য কর্মীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে ২০জন গর্ভবতী মাকে এফডব্লিউভি এর মাধ্যমে এএনসি সেবা দেওয়া হয়।