বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউপি প্রাঙ্গণে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি খাত, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সহায়তা তহবিলকে অগ্রাধিকার দিয়ে ৮৭ লাখ ৬০ হাজার ৮৫৩ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বাজেট পেশ সভায় সভাপতিত্ব করে ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন। উম্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন মেম্বার মোতাব্বির হোসেন, নুরুল ইসলাম, ময়না মিয়া, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, শিরিকা বেগম, সাবেরা খাতুন, আম্বিয়া খাতুন, এফপিআই আজাদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আজিজুল হক খান আজাদ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না। বাজেটে ৮৭ লাখ ৬০ হাজার ৮৫৩ টাকার আয় ও অনুরূপ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেম্বার মোঃ আয়ুব আলী, ই¯্রাব আলী, নুর আহাম্মদ, ভিজিটার বিশাতা কালাম হেপী, পরিবার কল্যাণ সহকারী বীনা রানী দাস, নাজমুন্নাহার, নেহার খাতুন, দেবী রানী দেব, মোঃ আবু কাউছার, রতন কর, শহিদুল ইসলাম, বদরুল আলম সুমন, আনোয়ার হোসেন জুয়েল মিয়া, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, অজয় সূত্রধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমূখ। বাজেটের খসড়া কপি উপস্থিতদের মধ্যে বিতরণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে লিখিত মতামত গ্রহনের জন্য প্রেরণ করা হয়েছে। এমাসেই মতামত ও আলোচনা শেষে চুড়ান্ত বাজেট আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।