স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার ব্যাংকের সাবেক এজিএম কামরুল আহসান, ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ।
এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী। বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক টিএসএন সেলিম সিদ্দিকী।
এতে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সদরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ভূইয়া প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবুল হাসিম। সভায় ন্যাশনাল ব্যাংকের নবাগত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় জনতার ব্যাংকের এজিএম কামরুল আহসান অবসর গ্রহণ করায় তাকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তীকে সভাপতি ও পূবালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৮ সদস্য বিশিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি এবি ব্যাংকের ব্যবস্থাপক লিয়াকত আলী খান, সহ-সভাপতি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সদরুল ইসলাম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক ইব্রাহিম আলী, জনতার ব্যাংকের ব্যবস্থাপক মুজিবুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মনিরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী ব্যাংক কর্মকর্তা টিএসএন সেলিম সিদ্দিকী ও উত্তরা ব্যাংক ব্যবস্থাপক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পূবালী ব্যাংক কর্মকর্তা এটিএম মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ট্রাষ্ট ব্যাংক কর্মকর্তা মনতোষ পাল, ক্রীড়া সম্পাদক এমটিবিএল ব্যাংক ব্যবস্থাপক সরোয়ার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক সোনালী ব্যাংক কর্মকর্তা তোফায়েল মোস্তফা তরফদার, সাহিত্য সম্পাদক পূবালী ব্যাংক বার লাইব্রেরী ব্যবস্থাপক বিধান চন্দ্র, সহ-সাহিত্য সম্পাদক সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল সেলিম, অফিস ও প্রচার সম্পাদক এমটিবিএল সামিউর রহমান চৌধুরী শিশির, সহ-অফিস সম্পাদক ইসলামী ব্যাংক কর্মকর্তা আবুল হাসেম, সমাজ কল্যাণ সম্পাদক আইসিবি ইসলামী ব্যাংক ব্যবস্থাপক শেখ মহিউদ্দিন আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ঢাকা ব্যাংক কর্মকর্তা বেলাল আহমেদ, মহিলা বিয়ষক সম্পাদিকা পূবালী ব্যাংক কর্মকর্তা মাহমুদা খাতুন, নির্বাহী সদস্যগণ হলেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক তপন কুমার ভৌমিক, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক আনোরুল আজিম, ন্যাশনাল ব্যাংক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ভূইয়া, ডাচ বাংলা ব্যাংক ব্যবস্থাপক জহির আহমেদ চৌধুরী, রূপালী ব্যাংক ব্যবস্থাপক জিয়াউর রহমান, ব্র্যাক ব্যাংক ব্যবস্থাপক ইলিয়াছ মিয়া, সিটি ব্যাংক ব্যবস্থাপক, সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান, পূবালী ব্যাংক টাউন মসজিদ ব্যবস্থাপক কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাহান, কৃষি ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাক শেখ মোঃ ফারুক, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম আনছারী, এবি ব্যাংক কর্মকর্তা কাজী আল-ফাহাদ, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা আকবর হোসেন, কৃষি ব্যাংক কালাউক শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, জনতা ব্যাংক কর্মকর্তা কাউছার আহমেদ রুমেল, সোনালী ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমান।