স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে বাড়ির পাশ্ববর্তী এক হাওরে নিয়ে গিয়ে ওই এলাকার ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত সুবোধ দাশের জৈনক কন্যাকে ডেকে নিয়ে গিয়ে একই এলাকার নাহির মিয়ার পুত্র লম্পট জাকারিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার শুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই লম্পট আত্মহত্যা গোপন করেছে।