স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। গ্যাস বিদ্যুৎ কাজে লাগিয়ে শিল্প কারখানা প্রসারের মাধ্যমে সারাদেশে ব্যাপক কর্মসংস্থান করছে। তিনি গতকাল বুধবার সকালে স্থানীয় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এই কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করে বলেন, নাসিবের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি করলে হবিগঞ্জের বেকারত্ব লাঘবের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সংসদ সদস্য আরো বলেন, এক সময় বলা হতো যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। এখন সেই ধারণা বদলে গেছে। এখন বলা হয় যে জাতি তথ্য প্রযুক্তির শিক্ষায় যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তিনি তথ্য প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সফিকুল বারী আওয়াল সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন নাসিবের সহ-সভাপতি শামীম আহছান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, নাসিবের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান ও লায়ন মোঃ লিটন মিয়া। অনুষ্ঠানে হবিগঞ্জ চেম্বারের নির্বাহী সদস্য মোঃ দেওয়ান মিয়া, মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, লায়ন মনসুর রশিদ কাজল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ মোঃ মাসুম। জেলার ৩৫ জন উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। আগামী ৩১ মে কর্মশালা সমাপ্ত হবে।