যুক্তরাজ্য, ম্যানচেস্টার প্রতিনিধি ॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২৫ মে সোমবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও রুহুল আমিন রুহুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আজিজুর রহমান দারা। সমাবেশে ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শওকত আহমেদ এমবিই ও সারব আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মইনুল আমীন বুলবুল, সৈয়দ ওসমান আলী, গউস মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, সৈয়দ মুজিবুর রহমান, ডি এন কুরাইশি, বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক গাওছুল ইমাম চৌধুরী সুজন, সাইকুল ইসলাম, সূরত মিয়া, আবুল হাসেম ভুঁইয়া, মুফাজিল খাঁন, এটিএম লুকমান, ইকবাল তালুকদার, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, আমিনুল হক ওয়েস, ফয়জুল হক জুয়েল প্রমুখ। সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণ করাই আওয়ামীলীগ সরকারের প্রধান কাজ। যখই আওয়ামীলীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তখনই পরবির্তন হয়েছে এদেশের দরিদ্র মানুষের ভাগ্যের। মানুষের সম্পদ লুটপাঠ করে খাওয়ায় খালেদা-তারেকসহ সকল দুর্নীতিবাজ ও ৭১’র যোদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই সম্পন্ন হবে। তিনি বলেন আমাদের দেশ দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে একমাত্র শেখ হাসিনার কারনে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেচ্ছাসেবক লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার নেতৃবৃন্দ।